Header Ads

Bapparaj - বাপ্পারাজ

বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র চিত্র অভিনেতা বাপ্পারাজ। নায়ক  রাজ্জাকের পুত্র হিসেবে বাবার হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও তিনি নিজ অভিনয় গুনে দর্শকদের হৃদয়ে চিরদিনের জন্য স্থান করে নিয়েছেন।


পারিবারিক পরিচয়
বাপ্পারাজের পিতা নায়ক রাজ্জাক। তার মাতার নাম লক্ষ্মী। তার ভাই চিত্র নায়ক সম্রাট।
 
উল্লেখযোগ্য চলচ্চিত্র
নায়ক বাপ্পারাজ এ পর্যন্ত প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- প্রেমের সমাধি, জীবন সীমান্তে, জর্জ ব্যারিস্টার, হেড মাস্টার, ভালবাসা সেন্টমার্টিনে, কাকতারুয়া, জীবন যন্ত্রনা, মোস্ট ওয়েলকাম, বাবা কেন চাকর উল্লেখযোগ্য।
 
পরিচালনায় বাপ্পারাজ
বাপ্পারাজ এ পর্যন্ত বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছেন। তার পরিচালিত নাটকের মধ্যে কাছের মানুষ, রাতের মানুষ ও একজন লেখক উল্লেখযোগ্য।
 
প্রযোজনায় বাপ্পারাজ
‘কাছে এসে ভালোবেসো’ নামক ছবিটি নায়ক বাপ্পারাজ প্রযোজনা করেছেন।
Powered by Blogger.