Header Ads

Rafiat rashid mithila - রাফিয়াথ রশিদ মিথিলা

‘মিথিলা’ নামেই বেশি পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। পুরো নাম – ‘রাফিয়াথ রশিদ মিথিলা’। গান শিখেছেন হিন্দোল সংগীত একাডেমিতে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা একাডেমিতে, আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে।

জম্নঃ
মিথিলা ২৫ শে মে তারিখে ঢাকায় জন্মগ্রহন করেন।

ব্যক্তিগত জীবন
২০০৬ খ্রিস্টাব্দের ৩ আগস্ট তিনি বিয়ে করেন সঙ্গীতশিল্পী তাহসানকে। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম।

শিক্ষাজীবন
তিনি প্রথম ভর্তি হন লিটল জুয়েলস স্কুলে। এরপর তিনি ভর্তি হন ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজে। এখান থেকেই এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন।

কর্ম জীবন
তিনি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন। এছাড়াও তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। অভিনয়, গান, মডেলিং, উপস্থাপনা সব দিকেই সমান পারদর্শি এই গুণি শিল্পী। এছাড়াও ‘ভ্যাসলিন হেলদি হোয়াইট’ নামক একটি অনুষ্ঠানে তিনি বিচারকের ভূমিকা পালন করেন।

মিথিলা অভিনীত নাটকগুলোঃ
১। মধুরেণ সমাপয়েত
২। শুনছেন একজন রেডিও জকির গল্প
৩। হাউসফুল
৪। কিংকর্তব্যবিমূঢ়
৫। ঘুম
৬। এক্স-ফ্যাক্টর
৭। ছাইয়্যা ছাইয়্যা
৮। একজন বস এবং ওরা দুজন
৯। তোর জন্য প্রিয়তা
১০। নুনের মতো ভালোবাসা
১১। দেনমোহর
১২। প্রুফ রিডার
১৩। কনেপক্ষ
১৪। অনিকেত ভালোবাসা
১৫। এই জীবন
১৬। ধান্ধা
১৭। বাহুলতা
১৮। অনুরাধাকে বলা হলো না
১৯। হিট উইকেট
২০। সময় চুরি


মিথিলার বিজ্ঞাপনগুলোঃ
১। জুঁই নারিকেল তেল
২। আফতাব গুড়া মসলা
৩। ক্লোজ আপ টুথপেস্ট
৪। রবি মোবাইল অপারেটর
৫। মেরিল পেট্রোলিয়াম জেলি
৬। সোহাগ বাস সার্ভিস

উপস্থাপক মিথিলাঃ
মিথিলার উপস্থাপিত অনুষ্ঠানগুলো হলঃ
১। ভালোবাসার গল্প
২। ঈদ আনন্দে সুরের ছন্দে
৩। হানিমুন

মিউজিক এ্যালবামঃ
মিথিলা তার সঙ্গীত জীবনে একটি মাত্র মিউজিক এ্যালবাম বের করেছেন এবং তা ছিলো তার স্বামী তাহসানের সাথে। এ্যালবামের নাম ‘তাহসান ফিচারিং মিথিলা’।

Powered by Blogger.