Header Ads

Faruk ahmed - ফারুক আহমেদ

যে অভিনেতাটির নিটোল-নিভাঁজ অভিনয়ে বিনোদন পিয়াসিরা নির্মল হাসির খোরাক লাভ করে থাকেন তিনি ফারুক আহমেদ। তিনি অভিনয় জীবনের ৩০ বছর পার করেছেন। কিন্তু ক্লান্তি তাকে স্পর্শ করতে পারেনি।
ব্যক্তিগত জীবন
ব্যক্তি জীবনেও ফারুক আহমেদ একজন সুখী মানুষ। স্ত্রী এবং এক মেয়ে নিয়ে তার সুখের সংসার। তার মেয়ে সাইরুজ নাওয়ার ঐশী বর্তমানে এ লেভেলে পড়ছে।
 
কর্মজীবন
তার অভিনয় জীবন বেশ বর্ণাঢ্য। অভিনেতা ফারুক আহমেদ মঞ্চ থেকে তার অভিনয় জীবনের সূচনা করেছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় জাকসুর একটি নাট্য কর্মশালায় অংশ নিয়ে পুরোপুরি নাটকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। সেখানে গঠন করেন ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’। এরপর তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন ১৯৮৩ সালে। এখান থেকেই দলের হয়ে ‘মুনতাসির ফ্যান্টাসি’, ‘কীর্ত্তনখোলা’, ‘কেরামত মঙ্গল’, ‘বনপাংশুল’, ‘প্রাচ্য’, ‘হাত হদাই’, ‘যৈবতী কন্যার মন’, ‘ভূত’, ‘একাত্তরের পালা’, ‘চাকা’ প্রভৃতি নাটকে অভিনয় করেন। তিনি অসংখ্য টিভি নাটকে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি নাটক লেখা এবং পরিচালনা করেন তিনি।
তার অভিনীত কয়েকটি নাটক
১. বারো রকম মানুষ
২. আজ রবিবার
৩. গ্রাজুয়েট
৪. ফিফটি ফিফটি
৫. এফএনএফ
৬. ম্যান পাওয়ার
৭. হিমু, বড় চাচা, মিসির আলী ও বাকের ভাই
৮. 'সাদা বাড়ি
৯. মতিভ্রম
১০. তারা তিনজন ইত্যাদি
Powered by Blogger.