Ali zaker - আলী জাকের

জন্মঃ আলী জাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর তারিখে, চট্টগ্রামে জন্মগ্রহন করেন।
প্রাথমিক জীবনঃ আলী জাকের জন্মগ্রহন করেন চট্টগ্রামে,
কিন্তু তার বাবার চাকরির সুবাদে ছোটবেলা থেকেই তাকে ঘুরে বেড়াতে হয়েছে এক
জায়গা থেকে অন্য জায়গায়। তার জীবনের প্রাথমিক কিছু সময় তিনি পার করেছেন
কুষ্টিয়া ও মাদারিপুর জেলায়। এরপর তিনি চলে আসেন খুলনায় এবং ঢাকায় আসার আগ
পর্যন্ত বেশ কিছু বছর তিনি সেখানেই কাটান।

মঞ্চ নাটকঃ ১৯৭২ সালের আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে
মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর কবর নাটকটিতে প্রথম অভিনয় করেন
যার প্রথম প্রদর্শনী হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। ১৯৭২ সালের জুন
মাসের দিকে আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্যসম্প্রদায়ে
যোগ দেন। ঐ দলে তিনি আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
নাটকে প্রথম অভিনয় করেন যার প্রথম মঞ্চায়ন হয়েছিল ওয়াপদা মিলনায়তনে ।
১৯৭৩ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে তিনি প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের
বাকি ইতিহাস নাটকটিতে যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য
প্রদর্শনীর যাত্রা । আলী জাকের অভিনীত মঞ্চ নাটকগুলো হলঃ
১। দেওয়ান গাজীর কিসসা
২। গ্যালিলিও
৪। কাঠাল বাগান
৫। ছায়ানট
৬। আঁচলায়াতান
টেলিভিশন নাটকঃ
১। আজ রবিবার
২। বহুব্রীহি
৩। পাথর সময়