Afzal hossain - আফজাল হোসেন

অভিনয়ে পর্দাপন
১৯৮০-র দশকে বাংলাদেশের নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকজনপ্রিয়তা
পায়। চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন দুই জীবন ছবির মাধ্যমে। এই ছবিতে তার
বিপরীতে ছিলেন চিত্রনায়িকা দিতি। ছায়াছবি টি ব্যাপক জনপ্রিয়তা অর্জন
করে।
উল্লেখযোগ্য নাটক
- কাকতুয়া
- হৃদয় থেকে পাওয়া
- চেহারা
- ভোকাট্টা
এছাড়াও তিনি অনেক নাটকে অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
- দুই জীবন
বর্তমানে কর্মরত
বর্তমানে একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশের
মডেলিং জগৎ কে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য। এছাড়া
বর্তমানে নাট্য পরিচালক হিসেবেও কাজ করছেন।