Header Ads

Mehbuba mehrin chadni - মেহবুবা চাঁদনী

চাঁদনী নিজের অভিনয়ের ঝলক দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন সেই কিশোরী বয়সেই। ওই সময় ‘দুখাই’ চলচ্চিত্রে কাজের সাফল্য নিয়ে তার যে পথচলা শুরু হয়েছিল, পরে ‘লালসালু’ এবং পরিণত বয়সে এসে ‘জয়যাত্রা’ চলচ্চিত্রে কাজ করে বড় পর্দায় নিজের জয়যাত্রা অব্যাহত রেখেছেন। এছাড়া অভিনয়ের পাশাপাশি করেন নৃত্য। পুরো নাম মেহবুবা মাহনুর চাঁদনি। ডাক নাম চাঁদনী।
জন্ম
১৯ মে তারিখে চাঁদনী জন্ম গ্রহন করেন।
ব্যক্তিগত জীবন
জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারকে বিয়ে করেন চাঁদনী।



কর্মজীবন
সেই চার বছর বয়স থেকেই শুরু করেন নাচ। নতুন কুঁড়িতে দলীয় নৃত্যে 'ক' শাখায় প্রথম হওয়া ছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক স্বীকৃতি পেয়েছি। অভিনয়ের সব ক্ষেত্রে তার সফল বিচরণ। নাটক, টেলিফ্লিম, চলচ্চিত্র, মডেলিং সব ধরনের প্ল্যাটফর্মে অভিনয় করেন।



চাঁদনী অভিনীত নাটকগুলো
১. চেরাগ,
২. কুকিরানী,
৩. অভিজ্ঞান,
৪. অভিঘাত,
৫. পিঁড়ি বদল,
৬. অদ্ভুত আঁধার এক,
৭. ঋতুগৃহ,
৮.  বিবর্তন,
৯. পাহাড় খাঁ
১০. জাল ইত্যাদি
টেলিফিল্ম
১. মন শুধু মন ছুঁয়েছে
২. তেপান্তরের রূপকথা
চলচ্চিত্র
১. দুখাই
২. লালসালু
৩. জয়যাত্রা
সম্মাননা
তানভির মোকাম্মেলের লালসালুতে অভিনয় করে চাঁদনী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
Powered by Blogger.