Zakia bari mom - জাকিয়া বারী মম

পড়াশোনা:
মম পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাঁর পড়ার বিষয় 'নাটক ও
নাট্যতত্ত্ব'। অনার্স-মাস্টার্স দুটোতেই তাঁর ফল প্রথম শ্রেণীতে প্রথম। একই
বিষয়ে এখন এমফিল করছেন।
ব্যক্তিগত জীবন:
ব্যক্তিগত জীবনে মম নাট্যকার এজাজ মুন্নার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে উদ্ভাস নামে একটি পুত্র সন্তান রয়েছে।
পুরস্কার:
অভিনেত্রী জাকিয়া বারী মম ঘরে তুলেছেন অনেক নামিদামি পুরস্কার। ১৯৯৫ সালে
নৃত্যে নতুন কুঁড়ি পুরস্কার জেতার পর ২০০৬ সালে হন লাক্স-চ্যানেল আই
সুপারস্টার। 'দারুচিনি দ্বীপ' নামের মাত্র একটি চলচ্চিত্রে অভিনয় করেই
পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
যা কিছু প্রিয়:
প্রিয় পোশাক : আমার প্রিয় পোশাক শাড়ি। শাড়ি পরতে ভালো লাগে। তবে আরামদায়ক
লাগে পাঞ্জাবি আর জিনস। সময় এবং উৎসব বুঝে এক এক ধরনের শাড়ি পরি। শাড়ির
ক্ষেত্রে গোলাপি এবং বেগুনি রং প্রিয়। সুতির পোশাক ভালো লাগে। দেশি ফ্যাশন
হাউসের মধ্যে রং, আলতামিরা, শাহরুখ কালেকশন্সের পোশাক পরি।
অনুষঙ্গ : অনুষঙ্গের মধ্যে তো অনেক কিছুই পরে। চুড়ি, ক্লিপ, সানগ্লাস, ঘড়ি।
হেয়ার ট্রিটমেন্ট : পার্লারে গেলে পারসোনাতেই যাই। ওখানে চুলের জন্য হেনা আর কন্ডিশন ব্যবহার করি। তবে বাসায় নিয়ম করে চুলে তেল দিই।
বিউটি ট্রিটমেন্ট : মাসে দুইবার পার্লারে যাই। বেশির ভাগ ক্ষেত্রে নানা ধরনের ফেসিয়াল করাই। বাসায় অবশ্য ভালো মানের যে কোনো ফেসওয়াশ দিয়ে শুধু মুখ পরিষ্কার করি।
প্রসাধনী : মেকআপের সরঞ্জাম, আইলাইনার, মাসকারা সবক্ষেত্রেই মোটামুটি ম্যাকের পণ্য ব্যবহার করি। লোশন ব্যবহার করি জনসনের। সুগন্ধী একেক সময় একেকটা ব্যবহার করি।
