Homayra himu - হোমায়রা হিমু

জন্ম
২৭ ই নভেম্বর তারিখে লক্ষ্মীপুরে জন্মগ্রহন করেন।
ব্যক্তিগত জীবন
জন্ম থেকে বেড়ে ওঠা লক্ষ্মীপুর শহরে। ব্যক্তিগত জীবনে এখনো বিয়ে করেনি
তিনি। ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স শেষ করছেন। এখন পুরোদস্তে একজন
অভিনেত্রী।
কর্মজীবন
তিনি প্যাকেজ নাটক, ধারাবাহিক নাটক, টেলিফ্লিম, ছিনেমা, উপস্থাপনা সকল
ক্ষেত্রে তার সুদক্ষ অভিনয় শৈলী দেখিয়ে দর্শকের মন জয় করছেন। মুক্তিযুদ্ধ
বিষয়ক চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’-এ অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান।
১. সমাপ্তি
২. হাটখোলা
৩. মেঘলা আকাশ
৪. এক কাপ চা
৫. কনফিউশন
৬. ফুটন্ত গোলাপ
৭. জীবনের অলিগলি
৮. স্ক্যান্ডাল
৯. সংঘাত ইত্যাদি।
চলচ্চিত্র
১. আমার বন্ধু রাশেদ
তথ্যচিত্র
১. দ্য লিডার
লাইড শো
১. বসুধা তর্কালাপ
উপস্থাপনা
১. ঈদ আনন্দধারা