Header Ads

search engine optimization - সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন - SEO ( part 24 )

Social Media Marketing এর কথা শুনলেই আপনার মনে হতে পারে, কি না জানি কি? আরও কত কিছু হয়ত এটা করার জন্য শিখতে বা জানতে হবে। আসলে না এটাতে ভয়ের কোন কিছু নেই, আপনি কি আগে কখনো কোনো পণ্য বা সেবা নেয়ার সময়, অনলাইনে কারোর রিভিউ দেখে বা অন্য কারোর পূর্বঅভিজ্ঞতা থেকে, ঐ পণ্য বা সেবা নেয়ার সময় সিদ্ধান্ত নিয়েছেন? হ্যা তাহলে আপনি SMM সম্পর্কে অনেক কিছুই জানেন। এটা করার জন্য আপনাকে বিভিন্ন ফোরামে বা ফেসবুক বা টুইটারে আপনাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। আপনি আপনার পূর্বঅভিজ্ঞতা এসব সাইটে শেয়ার করতে পারেন। ঐ পণ্য বা সেবা ব্যবহার করলে সে কি কি সুযোগ সুবিধা পাবে, কোন ধরনের সমস্যা হতে পারে, সমস্যা সমাধানের উপায়- এসব বিষয়ই আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি honestly এসব করতে থাকেন, তাহলে কিছুদিনের মধ্যই অনলাইনে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং সাথে সাথে পণ্য বা সেবার বিক্রয় এর পরিমাণ ও বাড়বে।


কিভাবে SMM শুরু করবেন

যে কোন নতুন বিষয় নিয়ে আমরা প্রথমে যে সমস্যায় পড়ি সেটা হল, আমরা কিভাবে বা কোথা থেকে শুরু করব এটা বুঝতে পারিনা। আসলে যে কোন কিছু সঠিকভাবে শুরু করা খুবই জরুরী, পরবর্তীতে তাহলে সমস্যা কম হয়। প্রথমেই আপনার মার্কেট রিসার্চ করুন। আপনি কি কোন web2.0 সাইটে যোগ দিতে পারেন, এজন্য আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পারেন, যেমন
  • Blogs
  • Articles
  • Videos
  • Tweets
  • Forums
আপনার সার্ভিস রিলেটেড blog খুঁজে বের করার জন্য আপনি গুগল এর সহায়তা নিতে পারেন, এছাড়াও আপনি বিভিন্ন Blog search engines এর সহায়তা নিতে পারেন
  • Technorati
  • Google blog search
  • তারপর Twitter ও Facebook এর নিজস্ব Searches ব্যবহার করে আপনি আপনার Target Market এর মানুষজন খুঁজে পেতে পারেন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার প্রোফাইল তৈরি করুন

প্রোফাইল তৈরি করার সময় কিছু বিষয় বিবেচনা করা জরুরী
  • আপনি কি নিজের নাম ব্যবহার করবেন না আপনার Brand name? এখন যদি আপনি মনে করেন যে, আপনার নাম ব্যবহার করলে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, তাহলে আপনি এটা করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি আমার company কে brand হিসেবে তৈরি করব, তাহলে আপনি আপনার company এর নামেও profile তৈরী করতে পারেন।
  • কিন্তু যদি আপনার কোম্পানি অনেক বড় হয়, তাহলে আপনি আপনার organization এর নাম same রেখে অনেকগুলো profile তৈরি করতে পারেন।
  • যখন শুরু করবেন তখন প্রধান প্রধান কয়েকটা একাউন্ট দিয়ে শুরু করুন যেমন: Facebook, Twitter, Youtube.
  • প্রধান কয়েকটা সাইটে একাউন্ট করা তৈরি হয়ে গেলে আপনি তারপর অন্য সাইটে একাউন্ট তৈরি করতে পারেন। অন্য সাইট খুজে বের করার জন্য আপনি knowem.com নামক সাইটে যেতে পারেন, এখানে আপনি অনেক সাইটের নাম পাবেন, যা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়া আছে।
  • আপনার profile কে customize করুন। যেমন, আপনি এসব সাইটে আপনার logo, brand colors এগুলো ব্যবহার করতে পারেন।

  • এছাড়াও কিছু কিছু ওয়েবসাইটের bioতে আপনি সরাসরি আপনার website এর লিংক যোগ করতে পারবেন।
  • অনেকেই দেখা যায় ব্যস্ততার জন্য এসব সোশ্যাল সাইটে সময় দিতে পারেনা, কিন্তু আপনি যদি আপনার সাইটের সাথে লিংক করে রাখেন, তাহলে অন্য কেউ যদি আপনার brand বা name দিয়ে সার্চ করে, তাহলে তারা এই রেজাল্টগুলো search এর সময় পেতে পারে।
Powered by Blogger.