Hasan mashud - হাসান মাসুদ

জন্ম ও পারিবারিক জীবন
হাসান মাসুদ ১৬ ই ডিসেম্বর ১৯৬২ সালে জন্মগ্রহন করেন। তার বাবার নাম
মসউদুর রহমান। তিনি কামিল পাশ বিখ্যাত মাওলানা ছিলেন। ছোটদের বিখ্যাত
গ্রন্থ ‘ মোস্তফা চরিত’ তাঁর বাবা রচনা করেছেন। তার ১ ভাই ও ১ বোন। তার
নিজের একমাত্র সন্তান সূর্য সাকিব মাসুদ। সানজীদা শিমুলের সঙ্গে হাসানের
দাম্পত্য জীবন শুরু হয় ’৯৯ সালের ১ সেপ্টেম্বর তারিখে। সানজীদা শিমুল এখন
বাংলাদেশ ইন্টান্যাশনাল টিউটোরিয়ালে শিক্ষকতা করছেন।
স্কুল জীবন
নবকুমার ইন্সিটিউড থেকে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন তিতুমির কলেজ থেকে। বাংলাদেশ মিলিটারি একাডেমী থেকে গ্রাজুয়েশন শেষ করেন।
নবকুমার ইন্সিটিউড থেকে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন তিতুমির কলেজ থেকে। বাংলাদেশ মিলিটারি একাডেমী থেকে গ্রাজুয়েশন শেষ করেন।
উল্লেখযোগ্য নাটক
হাসান মাসুদ শতাধিক নাটকে অভিনয় করেছেন তার অভিনীত নাটকের মধ্যে
উল্লেখযোগ্য হলো: ব্যাডলাক, সিটিবাস-২, মুড়ির টিন, মুড়ির সাথে টুঙ্গা
ফ্রি, রোমান্স।