Cadillacs and Dinosaurs Download - মোস্তফা গেম ডাউনলোড

মনে পড়ে সেই দিনগুলর কথা ? এই গেমের জন্য কত কি না হয়ে গেছে, স্কুল পালানো থেকে শুরু করে বাপের হাতের মার। তারপরও মাথা থেকে গেমের ভুত নামতো না।
আমিতো পড়তে বসে মনে মনে বসের সাথে মারপিট করেছি কতবার ।
তখন চিন্তা করতাম বড় হয়ে একটা ভিডিও গেমের দোকান দেব , যেটাতে দুটা মেশিন থাকবে। তার একটাতে আমি সাড়াদিন গেম খেলব।
আজকে এতদিন পর গেমটার কথা মনে করে নেট থেকে নামালাম। মন ভরে খেললাম তিনবার । আর এখন বসেছি আপনাদের সাথে শেয়ার করতে।
ডাউনলোড লিন্ক :
ইন্সটল হয়ে গেলে গেমটা ওপেন করলে প্রথমে কালো স্কিন দেখাবে, তখন ESC বাটন চাপলে গেম কন্ট্রোলার পেয়ে যাবেন।
ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্ট করতে ভুলবেন না....।