Amzad Hossain - আমজাদ হোসেন
বাংলাদেশের একজন সুনামধন্য চলচ্চিত্রকার ও
অভিনেতা আমজাদ হোসেন। তিনি অভিনয় দিয়ে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন।
পরবর্তিতে চলচ্চিত্র পরিচালনা করে প্রচুর খ্যাতি অর্জন করেন।
জন্ম
আমজাদ হোসেন ১৯৪২ সালে জামালপুরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
রাজনৈতিক কর্মজীবন
আমজাদ হোসেন ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
কর্মপরিধি
লেখালেখির মাধ্যমেই তাঁর সৃজনশীল জীবন শুরু। ছড়া দিয়ে সাহিত্যের অঙ্গনে
তাঁর প্রবেশ। তাঁর প্রথম কবিতা ছাপা হয় বিখ্যাত দেশ (পত্রিকা) পত্রিকায়।
ছোটদের জন্যেও তিনি লিখেছেন বহু গল্প, ছড়া এবং উপন্যাস। তিনি বাংলাদেশের
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ও গল্প লিখেছেন। ১৯৭০ সালের মুক্তিপ্রাপ্ত তাঁর
লেখা চলচ্চিত্র জীবন থেকে নেয়া,পরবর্তীতে বাংলাদেশের মানুষের কাছে বিপুল
জনপ্রিয়তা পায়। আমজাদ হোসেন নিজেও চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন
করেন। তাঁর পরিচালিত গোলাপী এখন ট্রেনে উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রের
একটি।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
আমজাদ হোসেন এ যাবৎ বেশটির অধিক চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার
উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে, গোলাপী এখন
বিলেতে ( ২০০৬), তোমার আমার প্রেম,কাল সকালে।
পুরস্কার ও সম্মানান
আমজাদ হোসেন বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কার হলো:
- অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার
- একুশে পদক
- বাংলা একাডেমী পুরস্কার