Monoar Hossain Dipjol - মনোয়ার হোসেন ডিপজল

জন্ম ও পারিবারিক বিষয়
তিনি ১৯৫৮ সালের ১৫ই জুন ঢাকার মিরপুরে জন্মলাভ করেন। তিন ভাইয়ের মধ্যে
তিনি সবচেয়ে বড়। তার অন্য দুই ভাইয়ের নাম আনোয়ার হোসেন ও সাহাদাত হোসেন।
তার চারটি বোন রয়েছে। তিনি মিরপুরের সুনামধন্য ব্যবসায়ী হাজী লাল মিয়া
ফকীরের নাতি। তিনি রুমানা মনোয়ার জবাকে বিয়ে করেন। তার তিনটি সন্তান রয়েছে।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
এ পর্যন্ত মনোয়ার হোসেন ডিপজল শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত
উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আম্মাজান, বর্তমান, কসাই, চাদের মতো বউ,
মানিক রতন, তেজী, কাটা রাইফেল, চাচ্চু, কোটি টাকার ফকির, দাদি জান, তের
পান্ডা, মন, জম্মুন কসাই, নয়া কসাই, কাবিন নামা, লুটতরাজ অন্যতম।
রাজনীতি
মনোয়ার হোসেন ডিপজল বিএনপি ঘরোনার রাজনীতির সাথে জড়িত। তিনি গাবতলী থেকে কমিশনার পদে নির্বাচন করে ১৯৯৪ সালে জয় লাভ করেন।