Header Ads

Delete Unnecessary file from RAM - RAM থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো সরিয়ে ফেলা


বিভিন্ন প্রোগ্রাম ক্রমাগত খুলতে ও বন্ধ করতে থাকলে আপনার মেমরীতে সেগুলোর DLL ফাইলগুরোর কিছু কিছু মেমরীতে থেকে যায়। যাদের মেইন মেমরী (RAM) কম তাদের জন্য এটি খারাপ প্রভাব ফেলে।পিসি মেমরীর অভাবে কিছুটা ধীরগতির হয়ে যায়। যাদের মেমরী 512 মেগাবইটের নিচে তারা বেশী সমস্যায় পড়েন এটি নিয়ে।

সুতরাং চলুন এর একটি সমাধান করে ফেলি...

১. Start Menu গিয়ে Run ক্লিক করে লিখুন regedit
২. ওকে করলেই রেজিষ্ট্রি এডিটরটি ওপেন হবে। সেখানে নিচের মত করে নেভিগেট করুন-
HKEY_LOCAL_MACHINE > Software > Microsoft > Windows > CurrentVersion > Explorer > AlwaysUnloadDLL
যাদের রেজিস্ট্রিতে AlwaysUnloadDLL key টি নেই তারা এটি বানিয়ে নিতে

নিচের পদ্ধতি অনুসরন করুন...

১. Start Menu গিয়ে Run ক্লিক করে regedit লিখে ওকে করুন
২. রেজি: এডিটরে নিচের মত করে নেভিগেট করুন-
HKEY_LOCAL_MACHINE > Software > Microsoft > Windows > CurrentVersion > Explorer >
(লক্ষ করুন, অনেকের পিসিতে CurrentVersion এবং Current Version নামে দু'টো সেকশান থাকতে পারে। আপনাকে সিলেক্ট করতে হবে CurrentVersion)
৩. ডান প্যানে রাইট ক্লিক করে নতুন একটি DWORD Value বানিয়ে নিন।
৪. তারপর সেটাকে AlwaysUnloadDLL নামে রিনেম করুন
৫. এবার AlwaysUnloadDLL এর ভ্যালু সেট করুন = ১
আরো বিষয় নিয়ে দেখা হবে আগামীতে।
Powered by Blogger.