Computor Crash Problem - কম্পিউটার ক্র্যাশ

তাই সময় থাকতে সব বিষয়েই একটু সতর্ক থাকা দরকার। তাহলে হয়ত কিছু অনাঙ্খিত ব্যাপার এড়িয়ে চলা সম্ভব হবে। আপনার আমার কম্পিউটার যে কোন সময় ক্র্যাশ করতেই পারে। এটাকে অনাঙ্খিত না বললেও চলে। পিসি তে বসে একটা জরুরী রিপোর্টের উপর কাজ করছেন অথবা একটি অনলাইন গেমে আজ রেকর্ড পয়েন্ট পেয়ে যেতে মাত্র কিছুক্ষনই বাকী। হঠাৎ পিসি ফ্রিজ হয়ে গেল! কোন সাড়া শব্দ নাই। কিছুক্ষন অপেক্ষা করে আশায় বুক বেধে আবার চেষ্টা করলেন। কিছুই হল না। পিসি আর কথা বলে না।
এরপর ........ সেই ডেড ব্লু স্ক্রীন এরর।
আপনাকে পিসি রিবুট করতে বলে নয়ত আপনার সিস্টেম ক্র্যাশ করতে পারে। এই ফ্রিজিং এর ক্ষিতকর ইফেক্ট এর ব্যাপারে হয়ত অনেকেরই আইডিয়া আছে। এই ফ্রিজিং যে সমস্ত কারণে ঘটে থাকে এবং যেভাবে আমরা এই ফ্রিজিং/ ক্র্যাশিং থেকে বেচে থাকতে পারব তার উপর একটু ধারনা নেয়া যাক...........
সফটওয়্যার সমস্যা

ত্রুটিপূর্ণ RAM
আমাদের অনেকের পিসিতে ই একাধীক RAM চিপ আছে। এই চিপ সংক্রান্ত সমস্যাগুলো দেখা দেয় যখন এগুলোর কনফিগারেশানে কোন সমস্যা হয় অথবা ইন্টারনালি ফ্যাব্রিকেশান এর সময় কোন ফল্ট থেকে যায়। আর ভয়ের কথা হল এই চিপ সংক্রান্ত সমস্যাগুলো খুবই বিপজ্জনক হয়ে থাকে এবং ফ্যাটাল এরর ঘটিয়ে থাকে। যা আপনার পিসিকে তার নরমাল ফাংশান হতে বিরত রাখতে পারে সর্বোপরি ক্র্যাশও ঘটাতে পারে। এই সমস্ত RAM প্রবলেম গুলোকে চেক করার জন্যে আপনাকে কোন বিস্বস্ত মেমরি টেস্টিং টুল ব্যবহার করতে পারেন যার সাহায্যে আপনি বিভিন্ন টেষ্টের মাধ্যমে এরর ফাইন্ড আউট ও করতে পাবেন। তাছাড়া আপনি চাইলে আপনার চিপগুলো ( অন্তত একটি ) কে একবার খুলে ফেলে পিসি স্টার্ট করে দেখতে পারেন যে সেই এররগুলোর কি অবস্থা। এবং সেই থেকে আপনি হয়ত আপনার এরর কে খুজেও পেয়ে যেতে পারেন।হার্ডডিস্কে সমস্যা

ভাইরাল এবং স্পাইওয়্যার ইনফেকশান
ভাইরাসের মত ম্যালিসিয়াস ইনফেকশান ট্রোজান, ওর্মস এবং ভিভিন্ন স্পাইওয়্যার আপনার সিস্টেমে চুপিচুপি একটা বাজে অভিজ্ঞতার স্বাদ পাইয়ে দিতে পারে। এই সমস্ত ম্যালওয়্যার বিভিনন্ন ধরনের কম্পিউটার এরর জেনারেট করতে পারে। এর মধ্যে আছে - সিস্টেম ক্র্যাশ, পার্সোনাল ডাটা চুরি হওয়া এবং সবচেয়ে বাজে ব্যাপারটা হল আপনার হার্ডডিস্ক ক্র্যাশ হওয়া।এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে একটি ভালো এবং বাস্বস্ত এ্যান্টি ভাইরাস কে বেছে নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, নয়ত আবার সমস্ত উটকো ঝামেলা পোহাতে হতে পারে আপনাকে। তাই আবারো বলে রাখি, সাবধান!!! আপনার এ্যান্টি ভাইরাস আপনাকেই বেছে নিতে হবে এবং সেগুলোর আপডেটিং এর ক্ষেত্রেও আপনাকে কড়া নজর রাখতে হবে।