Shohiduzzaman selim - শহিদুজ্জামান সেলিম

পারিবারিক বৃত্তান্ত
শহিদুজ্জামান সেলিমের স্ত্রীর নাম রোজি সিদ্দিকী। তিনি একজন জনপ্রিয় অভিনয় শিল্পী। তার একটি মাত্র কন্যা সন্তান।
টিভি নাটকে সেলিম
শহিদুজ্জামান সেলিম এ পর্যন্ত অনেক গুলো টিভি নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য টিভি নাটক গুলো হলো:
কেরামতি, ভালবাসি কতো –ভালবাসি নাতো, জোর, রং মহল, গায়ের মানুষ, জুয়ারির বৌ, অনন্ত প্রদ্বীপ।
টেলিফিল্মে সেলিম
শহিদুজ্জামান সেলিম এ পর্যন্ত একাধিক টেলিফিল্মে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য টেলিফিল্ম হলো- চোরের বৌ, মুখ।
চলচ্চিত্রে সেলিম
শহিদুজ্জামান সেলিম বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো – চোরাবালি, দেবদাস।