Teli samad - টেলি সামাদ
বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। সত্তরের দশকের জনপ্রিয় এ অভিনেতা প্রায় ৭০০ অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানেও তিনি অভিনয় করে যাচ্ছেন।
১৯৭৩ সালে তিনি চলচ্চিত্রে প্রথম অভিনয় শুরু করেন। তিনি প্রথম অভিনয় করেন
নজরুল ইসলামের ‘কার বউ’ চলচ্চিত্রে। প্রথম ছবিতে তার নাম ছিল সামাদ দ্বিতীয়
ছবি ‘ পায়ে চলার পথ’ এ টেলি সামাদ নামে অভিনয় শুরু করেন। বর্তমানাধি তিনি
টেলি সামাদ নামেই সর্বাধিক পরিচিত।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
টেলি সামাদ ৭০০ টির অধিক ছবিতে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র
হলো: পায়ে চলার পথ, কার বউ, সোনালী দিন, চাদেঁর মতো বউ, মনা পাগলা, দিলদার
আলী, ডাইনী বুড়ি, না-মানুষ উল্লেখযোগ্য।
পুরস্কার ও সম্মাননা
টেলি সামাদ এ পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। তিনি শিল্পী সমিতি পুরস্কারসহ অন্যান্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।