Azad abul kalam - আজাদ আবুল কালাম

ব্যক্তিগত জীবন
কর্মজীবন
উচ্চমাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় নাদ্যদল আরণ্যকের সাথে যুক্ত। মঞ্চ
নাটকের দুর্দান্ত অভিনেতা। এরপর ১৯৯৫ সালে ‘বিশ্বাস’ নাটক দিয়ে টেলিভিষন
জগতে পর্দাপণ। এরপর একে একে অনেক নাটক ও চলচ্চিত্র অভিনয় করছেন। পাশাপাশি
নাটক লিখছেন এবং নির্দেশনা দিচ্ছেন এই শক্তিমান অভিনেতা।
তার অভিনীত চলচ্চিত্র
১. কীর্তনখোলা
২. গেরিলা
৩. মেহেরজান
৪. অনিশ্চিত যাত্রা
৫. লালন
৬. আমরা একটা সিনেমা বানাবো
১. বিশ্বাস
২. চুপকথা
৩. নায়িকা বৃত্তান্ত
৪. রেষ্টুরেন্ট-২১
৫. ক্ষণিকালয়
৬. ধোয়াঘর
৭. কেন এলে অবেলায়
৮. আর আসিব না ফিরে ইত্যাদি।
পুরষ্কার
নাটক ‘সবুজ ভেলভেট’ এর জন্য সেরা নাট্যকার হিসেবে তিনি মেরিল প্রথম আলো পুরষ্কার লাভ করেন।