Mamnun hasan Emon - মামনুন হাসান ইমন

জন্ম
২৮ মে ১৯৮৩ সালে এই জনপ্রিয় চলচ্চিত্র তারকা জন্মগ্রহন করেন।
কর্মজীবন
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত মডেলিং করেন। সময় সুযোগে ছোট পর্দায়
এখনো অভিনয় করেন ইমন। এর মাঝে উপস্থাপনায়ও পা রাখা হয়েছে। ভালোবাসা দিবসে
‘পাঁচফোড়ন’ নামের অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইমন। তিনি বর্তমানে 'মেনজ
বাংলাদেশ' প্রিমিয়াম সেলুনের ব্যান্ড এম্বাসেডর।
১.এক বুক ভালোবাসা
২. লাল টিপ
৩.পায়রা
৪.পদ্ম পাতার জল
৫.পুত্র এখন পয়সাওয়ালা
৬.জোনাকির আলো
৭.এমনইতো প্রেম হয়
৮.এই তো ভালোবাসা
৯.পরবাসিনী
১০.দারুচিনি দ্বীপ
১১.অবুঝ ভালোবাসা
১২.হৃদয়ে একাত্তর
টেলিফিল্ম
১.ভ্যালেন্টাইন