Adnan farook hillol - আদনান ফারুক হিল্লোল

জন্ম
২৪ অক্টোবর ১৯৭৭ সালে এই তারকা জন্মগ্রহন করেন।
ব্যক্তিগত জীবন
২০০৬ সালের ২৮ ডিসেম্বর তারকা মডেল তিন্নীকে ভালোবেসে বিয়ে করেন হিল্লোল।
এর পর তাদের সংসারের ভাঙ্গন হয়। ২০১৩ সালে তারকা নওশীনকে বিয়ে করেন।
কর্মজীবন
১৯৯৯ সালে গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে মিডিয়া পা রাখেন এই জনপ্রিয়
তারকা। এরপর একে একে অনেকগুলো নাটকে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং
করেন নিয়মিত তিনি। এছাড়া ‘বাংলাদেশ আইডল’-এ উপস্থাপনা করেন তিনি।
চলচ্চিত্রে পা দেন এই তারকা। তিনি এবং তার স্ত্রী নওশীনের যৌথ ব্যবস্থাপনায়
‘সিগনেচার’ নামে নতুন একটি পোষাক ব্যান্ডশপ খোলেন।
১. থ্রি কমরেডস
২. নির্বিকার মানুষ
৩. প্রভাতী সবুজসংঘ
৪. হাইওয়ে
৫. টার্মিনাল
৬. অহংকার
৭. পুতুল খেলা
৮. নো প্রবলেম
৯. ভালোবাসার এপাশ ওপাশ ইত্যাদি
উল্লেখযোগ্য চলচ্চিত্র
১. হ্যালো আমিত
২. চোরাবালি