Header Ads

Tanvin sweety - তানভীন সুইটি

র‌্যাম্প, মডেলিং, বিজ্ঞাপনের মডেলিং ছাড়াও একাধিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তায় স্থান করে নিয়েছেন সুইটি। নাটকে অভিনয়ের পাশাপাশি স্বামী অভিনেতা ও নাট্য প্রযোজক রিপনকে সাথে নিয়ে নিয়মিতভাবে নাটক পরিচালনা ও প্রযোজনাও করে আসছেন।  

জন্ম ও পড়াশোনা:
তানভীন সুইটির জন্মদিন ৩০ আগস্ট। মিডিয়ার মসৃণ পথে বিচরণের পাশাপাশি পড়াশোনার পথেও হেঁটেছেন তিনি সমান তালে। লালমাটিয়া মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

বিয়ে: 
কলেজে থাকাকালীন তার পরিচয় হয় পরিচালক আবু নাজেম রিপনের সঙ্গে। পরিচয় থেকে এক পর্যায়ে তাদের পরিণয় ঘটে। তাদের সে মধুময় জীবন দিনে দিনে আরো মধুময় করে তুলতে দুজনেই দুজনকে উৎসাহিত করেন।

সুইটির পেছনের কথা:
১৯৯৫ সালে মঞ্চনাটকে ছোটখাটো বিভিন্ন চরিত্রে সফল রূপদান করতে থাকেন প্রায় এক বছরেরও অধিক সময় ধরে। সফলতা পেতে যাওয়া এ মেয়েটিকে সেদিন চিনতে ভুল করেননি প্রয়াত নাট্যজন আবদুল্লাহ আল মামুন। তার পরিচালিত স্পর্ধা নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে মঞ্চে নতুনরূপে আবির্ভূত হলেন। এরপর একে একে মঞ্চে বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি। সময়ের আওয়াজ পাওয়া যায় কৃষ্ণ কান্তের উইল, মেরাজ ফকিরের মা, এখনো ক্রীতদাসসহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থানকে পাকাপোক্ত করে নেন।
১৯৯৭ সালে মঞ্চ থেকে টিভি নাটকের ঝলমলে পথে হাঁটতে শুরু করেন কোনো বাধা-বিপত্তি ছাড়াই। অগণিত নাটকের পাশাপাশি কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তানভীন সুইটি। সুইটি অভিনীত প্রথম চলচ্চিত্রটি হলো - বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা নায়কদের মধ্য অন্যতম প্রয়াত সালমান শাহের বিপরীতে। স্বপ্নের পৃথিবী নামের এ জনপ্রিয় ছবিতে তার অভিনয় চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা কুড়ায়। এরপর আবু সাইয়ীদের বাঁশি ও কামরুজ্জামান কামুর দ্য ডিরেক্টর ছবিতে অভিনয় করেন।

বিজ্ঞাপনচিত্রে অভিনয়:
অভিনয়ে ঝলমলে জীবনে পা রাখার আগেই মূলত মডেল হিসেবে মিডিয়ায় নিজেকে তুলে ধরেন। এসএসসি পরীক্ষার আগে তিনি ফিলিপস কোম্পানির ক্যালেন্ডারে মডেল হন। টিভি পর্দায় প্রথম বিজ্ঞাপনের মডেল হন ডায়মন্ড ব্যান্ড তেলের। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আফজাল হোসেন। এরপর একে একে নিরমা ডিটারজেন্ট, র‌্যাংগস টিভি, অ্যারোমেটিক বিউটি সোপসহ বেশ কিছু বিজ্ঞাপনের প্রাঞ্জল উপস্থিতি দর্শক হৃদয়ে মডেল হিসেবেও সফলতা অর্জন করেন।
উপস্থাপক তানভীন সুইটি:
অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি সুইটি উপস্থাপনাতেও নাম লিখিয়েছেন। ২০০৯ সালে সেলিব্রেটি শো লিজান হার্বাল একই বৃন্তে অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে আসেন।
ব্যবসায়ী তানভীন সুইটি:
মিডিয়া এবং সংসার জীবনের পাশাপাশি সুইটি একটি প্রতিষ্ঠানের কর্ণধারও বটে। সুইটি বুটিক হাউস নামে তার একটি হাউস রয়েছে।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটক
১. তবু জীবন
২. মায়ানিগম
৩. শূন্য সমীকরন
৪. চুপকথা
৫. কানের কান্না
৬. পাপ
৭. বাতাসের ঘর
৮. শিল্পী
৯. এক্স স্কয়ার ইত্যাদি।

উল্লেখযোগ্য চলচ্চিত্র
১. বাঁশি
২. দ্যা ডিরেক্টর

Powered by Blogger.