f.jpg)
অভিনয়জগতে বেশ জনপ্রিয় এক নাম তারিন। পুরো
নাম তারিন খানম। ১৯৮৯ সালে অভিনয়ে হতেখড়ি। প্রায় দুই যুগের বর্ণাঢ্য
ক্যারিয়ার। অভিনয়ে, নৃত্যে ও গান সহ সকল শাখার তার সফল বিচরন।
জন্ম

১৯৭৬ সালে এই জনপ্রিয় তারকা জন্ম নেন।
ব্যক্তিগত জীবন
তিন বোনের মধ্যে তারিন মেঝো। তার দুই বোন শামীমা নাহরীন জাহান তুহিন এবং
নাহিন কাজী। নাট্যকার আমজাদ হোসেনের ছেলে অভিনেতা সোহেল আরমানের সাতে বিয়ের
পিঁড়িতে বসছিলেন। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর এখনো তিনি বিয়ে
করেননি।
কর্মজীবন
.jpg)
তারিনের অভিনয় জীবন বেশ সফল। ১৯৮৯ সালে নতুন কুঁড়িতে প্রথম হন। এর পর
অভিনয় করেন ‘এই সব দিন রাত্রি’ নাটকে। এর পর তাকে আর পিছনে ফিরে তাকাতে
হয়নি। একের পর এক সফল নাটকে অভিনয় করছেন দক্ষতার সহিত। তার অভিনীত নাটক,
টেলিফিল্ম-এর সংখ্যা ৫০ এর অধিক। অভিনয়ের বাহিরে নিয়মিত নৃত্য এবং গান
করেন। ‘আকাশ দেবো কাকে’ নামে তার একক অ্যালবাম বের হয়। এছাড়া কয়েটা নাটকে
তিনি গান গেয়েছেন।
তারিনের অভিনীত উল্লেখযোগ্য নাটক
১. এইসব দিনরাত্রি
২. সবুজ ভেলভেট
৩. নূপুর
৪. বছর কুড়ি পর
৫. কাগজের বাড়ি
৬. ছায়াবৃতা ইত্যাদি
টেলিফিল্ম
১. সংশয়
২. জোছনাধারা