Header Ads

Asaduzzaman noor - আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর অভিনয়ের পাশাপাশি রাজনীতি করতেন আগে থেকেই ২০১১ সালে করেছেন রিয়েলিটি শো “কে হতে চায় কোটিপতি”। ৯০ এর দশকে হুমায়ুন আহমেদের "কোথাও কেউ নেই" ধারাবাহিক নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তিনি আবৃতিও করেন। এছাড়া তিনি একই সাথে থিয়েটার, টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য।
জন্ম
৩১ অক্টোবর’ ১৯৪৬ সালে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর।
পারিবারিক জীবন
  • তাঁর বাবার আবু নাজিম মো: আলী এবং মাতা আমীনা বেগম।
  • আসাদুজ্জামান নূরের স্ত্রী শাহীন আকতার পেশায় একজন ডাক্তার।
  • তাঁদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে।
অভিনয় জীবন
  • ১৯৭৩ সাল থেকে তিনি ঢাকাতে থিয়েটারের সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পরেন।
  • বিটিভি-তে আসাদুজ্জামান নূরের প্রথম নাটক রঙ্গের ফানুস
  • ৯০ এর দশকের শেষভাগে বিটিভিতে প্রচারিত অয়োময় ধারাবাহিক নাটকে ছোট মীর্জার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।
  • এরপরই বহুব্রীহি ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এখানে তিনি একজন কবির ভূমিকায় অভিনয় করেন। 
  • তবে কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে সে সময় পুরো দেশের টিভি দর্শককে কাঁদিয়েছিলেন। এই নাটকের শেষের দিকে ফাঁসির দৃশ্য না করে বাকের ভাইকে বাঁচিয়ে রাখার জন্য দেশব্যাপী মিছিল মিটিং পর্যন্ত হয়েছে। এই নাটকের পর থেকেই তিনি নিজের নামের চেয়ে বাকের ভাই নামে বেশি পরিচিত হয়ে ওঠেছিলেন।
  • আসাদুজ্জামান নূর হুমায়ুন আহমেদের “আগুনের পরশমনি” চলচ্চিত্রে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেন।
  • অভিনয় জীবনে থিয়েটার নাটককেই বেশি প্রাধাণ্য দিয়েছেন।
  • আসাদুজ্জামান নূরের অভিনিত টিভি নাটকগুলো এখনো দর্শকের মনে চিরউজ্জল হয়ে আসে।
  • ২০১১ সালে রিয়েলিটি শো “কে হতে চায় কোটিপতি” অনুষ্ঠানের সঞ্চলকের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন
  • ছাত্র অবস্থতায় তিনি রাজনীতির সাথে জড়িয়ে পরেন।
  • ১৯৬২ সালে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে সকল আন্দোলনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিলেন আসাদুজ্জামন নূর।
  • পরবর্তীতে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
  • আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে যুদ্ধ করেন।
  • ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন আসাদুজ্জামান নূর। 
  • তিনি ২০০১ এবং ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করে নির্বাচিত হন।.
উল্লেখযোগ্য নাটক
  • কোথাও কেউ নেই
  • বহুব্রীহি
  • অয়োময়
  • আজ রবিবার
বিশেষ কর্মকান্ড
  • দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, এশিয়াটিক সোসাইটি, মুক্তিযুদ্ধ জাদুঘর, নাগরিক সহ অনেক সংগঠনের সাথে জড়িত রয়েছে।
  • তিনি একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মী।
Powered by Blogger.