Header Ads

Bidya sinha shaha mim - বিদ্যা সিনহা সাহা মীম

বিদ্যা সিনহা সাহা মীম, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।


জন্মঃ
১৯৮৯ সালের ১০ নভেম্বর জন্মগ্রহন করেন।
শিক্ষা জীবনঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী মিম এসএসসিতে কুমিল্লা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে "গোল্ডেন এ প্লাস" পেয়ে পাস করেছেন তিনি। এইচএসসিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মানবিক বিভাগে "এ" পেয়েছেনে।
পারিবারিক জীবনঃ
মিমের জন্ম রাজশাহীর বাঘা থানায় এবং তিনি বৃশ্চিক রাশির জাতিকা। তার বাড়ি রাজশাহী হলেও, তিনি বেড়ে ওঠেন ভোলাতে। তার পিতা বিরেন্দ্র নাথ সাহা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রধান এবং তার মা একজন গৃহিনী। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়। প্রজ্ঞা সিনহা সাহা মমি নামে তার একজন ছোট বোন আছে।
কর্ম জীবনঃ
হুমায়ুন আহমেদ পরিচালিত "আমার আছে জল" চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে মীম সবার নজরে আসেন। এরপর লম্বা বিরতি নিয়ে ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত "আমার প্রাণের প্রিয়া" ছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এর সাথে সাথে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে মীম তার পরবর্তী ছবি "জোনাকির আলো" কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
চলচ্চিত্রঃ
১। আমার আছে জল (২০০৮)
২। আমার প্রাণের প্রিয়া (২০০৯)
৩। আমার মন বলে তুমি আসবে (২০১১)
৪। জোনাকির আলো (২০১২)
উল্লেখযোগ্য নাটকঃ
১। শেষের কবিতার পরের কবিতা
২। যোধা আকবর
৩। নীল ছায়া
৪। ঝড়ের রাত ফুলের দিন
৫। পৌষ ফাগুনের পালা
৬। জাদুর কাঠি
৭। তুমি কি আমাকে বিয়ে করবে

পুরস্কার এবং সাফল্যঃ
গত তিন বছরের মধ্যে মীম অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
মেরিল প্রথম আলো পুরস্কারঃ
2008 - জিতেছেন: অমর আছে জল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
2009 - মনোনয়ন: আমার প্রানের প্রিয়ার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী।
বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমতি) পুরস্কারঃ
2008 - জিতেছেন: অমর আছে জল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ।
বাংলা চলচ্চিত্র পুরস্কার (ফেব্রুয়ারী ২০১০)
এই চলচ্চিত্র পুরস্কার এপার বাংলা এবং ওপার বাংলা নামেও পরিচিত
জিতেছেন: আমার প্রানের প্রিয়ার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার
বিনোদন বিচিত্রা পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১০
তিব্বত ঠোঁটের জেলের জন্য বছরের শ্রেষ্ঠ মডেল
সাঁকো টেলিফিল্ম ২০১০ পুরস্কারঃ
শ্রেষ্ঠ মডেল
 
বই নিয়ে মীমের একান্ত কিছু কথাঃ
(২০১৩ সালের প্রথম দিকে পাওয়া মীমের নিজের কিছু কথা)
বইমেলা আমার প্রিয় একটি জায়গা। মেলায় গেলেই মনে হয় আমার নিজের বাড়িতে এসেছি। এ বছর মেলায় গিয়ে আমার লেখা দ্বিতীয় উপন্যাস ‘পূর্ণতা’ পাঠকের হাতে তুলে দিয়েছি। পাঠক-ভক্তদের এত সাড়া পাব কখনোই তা ভাবিনি। গত বছরও আমার লেখা গল্পের বই প্রকাশিত হয়েছিল। নাম ছিল ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। আমার দুটো বই-ই প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী। আমার এবারের বইতে মানুষের জীবনের ‘পূর্ণতা’র বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। আশা করছি পাঠকের বেশ ভালো লাগবে। আর প্রাণের এই মেলায় নিজের লেখা বই বের করার জন্য সবাই আশা করেন। কাজের চাপে তেমন একটা লেখার সুযোগ পাই না। তারপরও গতবার দর্শকের অনেক সাড়া পেয়ে এবারও একটি বই প্রকাশ করলাম।


Powered by Blogger.