Header Ads

Jahid Hasan - জাহিদ হাসান

জাহিদ হাসান বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্যাভিনেতা। ৯০-এর দশক থেকে বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন তিনি। নাটক ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও আসাধারন দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিনে’ তাঁর অভিনীত অন্যতম শ্রেষ্ঠ চলচিত্র। নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন তিনি, তবে দর্শকের কাছে তাঁর অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। তাঁর বিখ্যাত কৌতুক চরিত্র ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আজ রবিবার’ নাটকে ‘মফিজ’ নামক একটি পাগলের চরিত্র।
জন্মঃ
জাহিদ হাসানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। সেখানেই তিনি ৪ অক্টোবর তারিখে জন্মগ্রহন করেন।

ব্যক্তিগত জীবনঃ
প্রতিষ্ঠিত মডেলকন্যা মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাহিদ হাসান। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। তার মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। তার মেয়ে পুষ্পিতার নামে তার একটি নিজস্ব প্রোডাকশন হাউজ রয়েছে, যার নাম পুষ্পিতা প্রোডাকশন লিমিটেড।

জাহিদ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোঃ
১। মন্ত্রী মহোদয়ের আগমন
২। সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড
৩। গৃহসুখ প্রাইভেট লিমিটেড
৪। গ্র্যাজুয়েট
৫। এক ফোঁটা পানির জন্য
৬। ছন্ন ছাড়া
৭। আবিষ্কার
৮। সোলায়মানি কলস
৯। কবি
১০। আরমান ভাই
১১। আবারও আরমান ভাই
১২। আরমান ভাই কয়া পারছে


১৩। আরমান ভাই ফাইস্যা গেছে
১৪। আরমান ভাই বিরাট টেনশনে
১৫। আরমান ভাই দি জেন্টেলম্যান
১৬। আরমান ভাই হানিমুনে
১৭। গাড়ি চলে না
১৮। বুমেরাং
১৯। খোয়াবনামা
২০। পিশাচ মকবুল
২১। কবি কিংকর
২২। মটর সাইকেল
২৩। লাল নীল বেগুনী
২৪। জনৈক জাহিদ হাসান
২৫। শূণ্য স্থান পুরন
২৬। সেই চোখ
২৭। নিউজ ম্যান
২৮। ঝুমুর ঝুমুর প্রেম
২৯। টাকার বিত্ত
৩০। ভয় অভয়
৩১। ম্যানেজিং ডাইরেক্টর
৩২। মাশুল
৩৩। মা বলিও না
৩৪। বোঝা-না বোঝার বোঝা
৩৫। সরি একটু দেরি হয়ে গেল
৩৬। জনৈক পর্যটক
৩৭। লাইট হাউজ
৩৮। একালের রূপবান
৩৯। স্বপ্ন
৪০। সেকেন্ড হ্যান্ড
৪১। শুভ বিবাহ
৪২। চাপাবাজ
৪৩। ব্রেকিং নিউজ
৪৪। বিয়েটা আমার খুব দরকার
৪৫। শ্বশুর বাড়ীর শাল
৪৬। বিপরীতে হিত
৪৭। আমেরিকানা
৪৮। চিঠি
৪৯। ঘরের খবর পরের খবর
৫০। পুত্র দায়
৫১। ভূত অদ্ভূত
৫২। বিশ্বাস অবিশ্বাস
৫৩। বদনাম
৫৪। শেষে এসে অবশেষে
৫৫। মেঘ বালকের গল্প
৫৬। মায়া
৫৭। সেম সাইড
৫৮। রহস্যময়ী
৫৯। হাবিবের সংসার
৬০। হেলিকপ্টার
৬১। সাঁকো
৬২। মুরির টিন
৬৩। টাই-ব্রেকার
৬৪। তুলা রাশি
৬৫। নীতু তোমাকে ভালবাসি
৬৬। ইরর
৬৭। ১০০ টাকার ব্যপার
৬৮। পবেত
 
উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোঃ
১। বলবান (জাহিদ হাসান অভিনীত প্রথম ছবি)
২। শ্রাবণ মেঘের দিন (হুমায়ূন আহমেদ পরিচালিত)
৩। মেড ইন বাংলাদেশ (মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত)
৪। ঝন্টু মন্টু দুই ভাই
৫। প্রজাপতি (মোস্তফা কামাল রাজ পরিচালিত)
Powered by Blogger.