Masum ajiz - মাসুম আজিজ
মাসুম আজিজ অভিনয় শিল্পী ও নাট্য
নির্মাতা। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা। এ যাবৎ
তিনি তিন শতাধিক নাটকে অভিনয় করেছেন। মাসুম আজিজ মঞ্চনাটকে অভিনয় ছাড়াও
নিয়মিত নাটক রচনা করে থাকেন। তিনি নাটক ছাড়াও একাধিক চলচ্চিত্রে অভিনয়
করেছেন।
থিয়েটার শুরু
১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকেই থিয়েটার শুরু করেন। ১৯৭২ সালে
থিয়েটার এবং ১৯৮৫ সালে টিভি নাটক দিয়ে তার পথ চলা শুরু। এ পর্যন্ত তিনি
প্রায় ৩০০ থেকে ৪০০ নাটকে অভিনয়
করেছেন। ১৯৭৯ সাল থেকে আছেন ঢাকা পদাতিক- এ। সর্বশেষ ১৯৯১ সালে ঢাকা পদাতিক- এর ‘বিষাদ সিন্ধু’ নাটকে অভিনয় করেছিলেন। মীর মোশাররফ হোসেনের উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছিলেন বিপ্লব বালা এবং নির্দেশনা দিয়েছিলেন জামিল আহমেদ।
করেছেন। ১৯৭৯ সাল থেকে আছেন ঢাকা পদাতিক- এ। সর্বশেষ ১৯৯১ সালে ঢাকা পদাতিক- এর ‘বিষাদ সিন্ধু’ নাটকে অভিনয় করেছিলেন। মীর মোশাররফ হোসেনের উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছিলেন বিপ্লব বালা এবং নির্দেশনা দিয়েছিলেন জামিল আহমেদ।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
মাসুম আজিজের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো-গহীনে শব্দ, রুপগাওয়াল, ঘানি, গেরিলা।
পুরুস্কার ও সম্মাননা
মাসুম আজিজ ‘ঘানি’ চলচ্চিত্রের জন্য ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
লাভ করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠানরত সাইলেন্ট রিভার
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবিসহ তিনটি শাখায় পুরস্কারের জন্য
মনোনয়ন পেয়েছে 'গহীনে শব্দ'। ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য কুসুম সিকদার
সেরা অভিনেত্রী আর মাসুম আজিজ সেরা অভিনেতা শাখায় মনোনয়ন পান। এর আগে
কানাডায় সেরা ছবির পুরস্কারসহ ৩টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে 'গহীনে
শব্দ'।