Mir sabbir - মীর সাব্বির

অভিনয় জগতে প্রবেশ
বরিশালের মীর সাব্বির তখন সবে শৈশবের আড়মোড়া ভেঙে পা রেখেছেন কৈশোরে। মীর সাব্বিরের সবটুকু মনোযোগ তখন লেখালেখি আর গানের প্র
২০০০ সাল পর্যন্ত সময়টা মীর সাব্বিরের মনে গেঁথে থাকবে আজীবন। বিভিন্ন
নাটকের ইউনিটে ধরনা দেওয়া, বহু কষ্টের পর ছোটখাটো কোনো চরিত্রে অভিনয়ের
সুযোগ পাওয়া অথবা বিটিভিতে পড়ে থাকা দিনের পর দিন। সময়টা আসলেই এক ধরনের
'নৃশংস'ই ছিল। তবে জীবনে সবচেয়ে বড় সুযোগটা এসেছিল ২০০২ সালে। অনন্ত হীরার
'বিষকাঁটা' নামে একটি নাটক প্রচারিত হয়েছিল একুশে টিভিতে। এ নাটকে মীর
সাব্বিরের চরিত্রের নাম ছিল 'আক্কাস'। নাটকটি কতটা জনপ্রিয়তা পেয়েছিল, সেটা
বলতে যাওয়ার চেয়ে বরং বলা ভালো, 'আক্কাস'ই মীর সাব্বিরকে মিডিয়ায় বড় একটা
জায়গা করে দেয়।
অভিনীত নাটক

মীর সাব্বিরের প্রথম ধারাবাহিক নাটক ছিলো মোস্তাফিজুর রহমান প্রযোজিত ‘কাল
পুরুষ’। এটি বিটিভিতে প্রচারিত হয়েছিলো ১৯৯৯ সালে। মীর সাব্বির অভিনীত
প্রথম নাটক ছিলো নূর মোহাম্মদ খান পরিচালিত ‘পুত্র’। মীর সাব্বির পরিচালিত
প্রথম নাটক ‘বরিশাল বনাম নোয়াখালী’ এবং পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক
‘মকবুল’।