Mostafa sarwar farooki - মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের অসম্ভব
মেধাবী একজন চলচ্চিত্র ও নাট্য পরিচালক। সাংস্কৃতিক অঙ্গণে তাকে সবাই
‘ফারুকী ভাই’ বলে চেনেন। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা
ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া "ব্যাচেলর" চলচ্চিত্রটি পরিচালনার
মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি
নাটকের কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং
পরিচালনা করেছেন ফারুকী।
ব্যক্তিগত জীবনঃ
মোস্তফা
সরয়ার ফারুকী ২০১০ খ্রিষ্টাব্দের জুলাই মাসে বিয়ে করেন দীর্ঘদিনের
সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী ‘ফারিয়া ইমরোজ তিশা’কে।
সংগঠনঃ
মোস্তফা
সরয়ার ফারুকী তাঁর নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি
করেন "ছবিয়াল" নামে একটি সংগঠন। তিনিই এই সংগঠনের পুরোধা ব্যক্তিত্ব।
পরিচালনা এবং রচনাসমূহঃ
নাটকঃ
১। ৫১বর্তী
২। ৬৯
২। ৪২০ (২০০৮)
চলচ্চিত্রঃ
১। ব্যাচেলর (২০০৪)
২। মেড ইন বাংলাদেশ (২০০৭)
৩। থাড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯)
৪। টেলিভিশন (২০১৩)