Header Ads

Amal bose - অমল বোস

বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেতার নাম অমল বোস। মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করলেও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক আলোচিত হন। ইত্যাদির নানা-নাতি পর্বে নানার ভূমিকায় অভিনয় করে তিনি দর্শক হৃদয়ে চির ভাস্কর হয়ে আছেন।
জন্ম ও পারিবারিক জীবন  
অমল বোস ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ষাটের দশকের প্রথম থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন। একাধারে মঞ্চ,টিভি,চলচ্চিত্র ও বেতার জগতে পদচারণা ছিল। সেই সুবাদে ঢাকাতেই তিনি জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ছিল তার স্ত্রী - স্বাতী বোস,একমাত্র মেয়ে - মন্দিরা বোস ও মেয়ের জামাই - ইন্দ্রজিৎ সরকার।
জনপ্রিয় এ অভিনেতা পেশাগত জীবনে জুট মিলস্‌ কর্পোরেশনের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৫ সালে চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন।



অভিনয় জীবন
মঞ্চ নাটক
১৯৬০-এর দশকে অমল বোস তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চে অভিনয়ের মাধ্যমে। তিনি ১৯৬৩ সালে থেকে ঢাকা ক্লাব থিয়েটার-এ মঞ্চ নাটকে কাজ করেছেন। নুরুল মোমেনের নাটক আলো ছায়া তার নির্দেশনায় দারুণ জনপ্রিয়তা পায়। সেই সময় তিনি অবসর, সপ্তরূপা, শৈবাল ও রংধনু নাট্যগোষ্ঠীর সঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেন।
চলচ্চিত্র জগৎ
১৯৬৬ সালে রাজা সন্ন্যাসী  ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে পদার্পণ করেছিলেন। এরপর তিনি নীল আকাশের নীচে, শ্বশুরবাড়ী জিন্দাবাদ-সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন অমল বোস। কেন এমন হয় নামের এই ছবিটি তিনি পরিচালনা করেন সত্তরের দশকে। ২০০৪ সালে মতিন রহমান পরিচালিত রং নাম্বার এবং মুশফিকুর রহমান গুলজারের কুসুম কুসুম প্রেম ছবিতে তিনি অভিনয় করেছেন।
ছোট পর্দায়
বাংলাদেশ টেলিভিশনের সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রচারিত বিশেষ নাটিকায় অসুর চরিত্রে অভিনয় করে তিনি 'জাতীয় মহিষাসুর' হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। দীর্ঘ ৩৮ বছর ঐ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ নাটিকায় কংসের চরিত্রে অভিনয়েও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।
এছাড়াও,বিশিষ্ট পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র 'নানা-নাতি' পর্বে অমল বোসের নানা ও মোহাম্মদ শওকত আলী তালুকদারের নাতি চরিত্রটি বহুল আলোচিত হয়।
উল্লেখযোগ্য চলচ্চিত্র ও চরিত্র
  • রাজা সন্ন্যাসী
  • মহুয়া
  • সোনালি আকাশ
  • চন্দন দ্বীপের রাজকন্যা
  • গুনাই বিবি
  • রাজলক্ষ্মী শ্রীকান্ত
  • অবিচার
  • আজকের প্রতিবাদ
  • আমি সেই মেয়ে
  • তোমাকে চাই
  • মন মানে না - ব্রিটিশ মামা
  • কাজের মেয়ে - এম. আলী
  • আমি তোমারী - চৌধুরী
  • তুমি শুধু তুমি -
  • সন্তান যখন শত্রু -
  • বিয়ের ফুল - কাশেম মল্লিক
  • তোমার জন্য পাগল -
  • মিলন হবে কতো দিনে - সৈয়দ বদরুজ্জামান
  • ক্ষেপা বাসু - বাসু'র মামা
  • মন - নয়নের বাবা (আইনজীবি)
  • ভালবাসা কারে কয় - পুলিশ অফিসার
  • হঠাৎ বৃষ্টি - (টেলিফোন অপারেটর)
  • শ্বশুরবাড়ী জিন্দাবাদ - মি: মজুমদার
  • মায়ের সম্মান - কাশেম
  • রং নাম্বার - আওলাদ (আবীরের বাবা)
  • কুসুম কুসুম প্রেম - ওঝা / গুনীন
সম্মাননা
অমল বোস তার দীর্ঘ অভিনয় জীবনে নব্বইয়ের দশকে পরিচালক চাষী নজরুল ইসলাম নির্মিত "আজকের প্রতিবাদ" ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন।
মহাপ্রয়াণ
২০১২ সালের ২৩ জানুয়ারিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল।কিন্তু তিনি সেই দিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এবং তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরবর্তীতে বেলা ১২টায় তাঁর মেয়ের জামাই ইন্দ্রজিৎ সরকার হৃদরোগজনিত কারণে অমল বোসের মৃত্যু সংবাদ ঘোষণা করেন।
Powered by Blogger.