Header Ads

search engine optimization - সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন - SEO ( part 30 )

আজকের এই পর্বটা আগের পর্বের সাথে connected, তাই আগের পর্বটা একবার দেখে নিতে পারেন। এজন্য এখানে ক্লিক করুন আগের পর্ব আমার এ টিউনটা Chain Tune হওয়া সত্ত্বেও সাইটের এডমিনরা কেউ এখনো আগের পর্ব টাকে চেইন টিউন হিসেবে যুক্ত করেনি। চলুন শুরু করি, আগের পর্বের পর থেকে:
আমরা আমাদের সাইটে যাই লিখিনা কেন, আর যাই করিনা আমাদের প্রধান উদ্দেশ্য থাকে কিভাবে সাইটে ভিজিটর বাড়ানো যায়। এ কারনে সবচেয়ে ভাল হয় যদি আপনি analytics দ্বারা রেজাল্ট গুলো চেক করে নেন। এই কারণে প্রথমেই analytics এ প্রবেশ করুন। তারপর traffic sources অপশনে যান। তারপর referring sites খুজে বের করুন ও এখানে ক্লিক করুন।
 এখানে ঢোকার পরে আপনি প্রথমেই সিলেক্ট করে দিন যে আপনি কয় মাসের traffic source একবারে দেখতে চাচ্ছেন। যদি আপনার সাইটের ভিজিটর এর সংখ্যা কম হয় তাহলে আপনি একবারে ৩-৬মাসের ডাটা দেখতে পারেন।
 নিচের ছবিতে দেখুন আমরা twitter.com থেকে ভাল পরিমানে traffic পেয়েছি।
 এখানে আপনারা যদি twitter.com এর লিঙ্ক এর উপর ক্লিক করেন তাহলে আপনারা আরো ভিতরের পেজে চলে যাবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন, twitter এর কোন কোন পেজ থেকে আমরা ভিজিটর পেয়েছি।
এছাড়াও আপনারা ইচ্ছা করলে campaigns option এ যেতে পারেন।

এখান থেকে আপনারা আপনাদের সেট করা goal গুলোর কনভারশন সর্ম্পকে জানতে পারবেন। social site গুলো থেকে আপনার সাইটে যে ভিজিটর আসবে, তাদের দ্বারা আপনার গোল পূরণ হওয়া কঠিন। তবে হ্যা আপনি যদি বিভিন্ন social site এ আপনার সাইট সম্পর্কে জানান তাহলে আপনার ভিজিটর বাড়বে ও কনভারশনও বেশি হওয়ার সম্ভাবনা বাড়বে। Google analytics শেখার জন্য এই সাইটটি ভিজিট করতে পারেন http://www.google.com/analytics/learn/index.html

আসুন আমরা শুরু থেকে যা যা শিখছি সেগুলো একবার রিভিউ করে নেই:

  • সবসময় ওয়েবসাইট তৈরী করবেন ভিজিটরদের জন্য। কারন সার্চ ইঞ্জিন এর লক্ষ্যই থাকে, searcher দের সর্বাপেক্ষা ভাল সাইট খুজে দেয়া। তাই আপনার সাইট ভাল হলে আপনি অবশ্যই র‌্যাঙ্কিং করবেন।
  • কিওয়ার্ড এমনভাবে চয়েজ করুন যেন তা আপনার পেজের সাবজেক্ট এর সাথে সঙ্গতিপূর্ণ হয়, এর সার্চ পরিমান যেন মোটামুটি হয় এবং যেন খুব বেশি cometitive না হয়।
  • আপনার সাইটটিকে সুন্দর ভাবে categorize করুন এবং navigation গুলো ঠিক মতো সাজান, ভাল anchor text এবং alt attributs ব্যবহার করুন, যেন তা আপনার সাইটের সাথে সঙ্গতিপূর্ণ হয়।
  • আপনার ওয়েবসাইটটি এমনভাবে Program করুন যেন এটি crawler-friendly হয়। আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো যেন, Flash, Javascript ইত্যাদির নিচের চাপা না পড়ে।
  • আপনার সাইটের Title Tag, Meta Description and Page headline এর দিকে লক্ষ রাখুন যেন এগুলোর ভিতর কিওয়ার্ড থাকে। Page headlines গুলো যেন duplicate না হয়।
  • সাইটটি এমনভাবে তৈরী করুন যেন, অন্যরা আপনার সাথে তাদের প্রয়োজনেই লিঙ্ক ব্যাক করে।
  • র‌্যাঙ্কিং নিয়ে কখনই চিন্তা করবেন না কারণ এটি সবসময় পরিবর্তনশীল।

বিভিন্ন মানুষজনের সাথে Online Link Partnerships build করুন। যেমন:

  • ক্রেতা
  • সহযোগী
  • বিভিন্ন কোম্পানী
  • আপনি যেসব সোশ্যাল সাইটে অংশগ্রহণ করেন।
  • সঠিক স্থানে আপনার সাইটের advertisement দিন।
Powered by Blogger.