Header Ads

Salauddin Lavlu - সালাউদ্দিন লাভলু

বাংলাদেশের টিভি নাটকের একজন জনপ্রিয় নাট্য নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসেবে সকলের কাছে অতি পরিচিত সালাউদ্দিন লাভলু।

জন্ম ও পারিবারিক জীবন
সালাউদ্দিন লাভলু ১৯৬২ সালের ২৪ শে জানুয়ারী কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন।
অভিনয়ে আগমন
সালাউদ্দিন লাবলু ১৯৭৯ সালে ঢাকায় আসেন। ঢাকায় এসে আরণ্যেক  নাট্যদলে যোগদান করেন। তাঁর পরিচালিত প্রথম নাটক দ্বিচক্রযান (১৯৯৭)। 
পরিচালিত উল্লেখযোগ্য নাটক
সালাউদ্দিন লাভলু এ যাবৎ ৪০টির অধিক নাটক পরিচালনা করেছেন। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য নাটক হলো:  ভবের হাট, গরু চোর, চাক্কুওয়ালী, সার্ভিস হোল্ডার, তৃতীয় পুরুষ, ঢোলের বাদ্য, বংশ রক্ষা, শীল বাড়ী, সুখ-অসুখের সালতামামী, চোর ফাঁদ, ব্যস্ত ডাক্তার, পত্রমিতালী, গাধা নগর, রঙ্গের মানুষ, বাহাদুর ডাক্তার, শালিস সমাচার।  
পরিচালিত সিনেমা
সালাউদ্দিন লাভলু যে কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন তার মধ্যে ‘মোল্লা বাড়ীর বউ’ উল্লেখযোগ্য। 
পুরস্কার ও সম্মাননা  
সালাউদ্দিন লাভলু  মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
Powered by Blogger.