Header Ads

Tomalika kormoker - তমালিকা কর্মকার

পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেই অর্জন করেছেন লাখো ভক্তের ভালোবাসা। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। কাজ করেন একেবারেই হাতে গুণে। তাই নিজের অবস্থানটাও দাঁড় করিয়েছেন শীর্ষের কাতারে।

জন্ম
২ জুলাই তারিখে জন্ম নেন এই সুদক্ষ অভিনেত্রী।
অভিনয় জীবন
‘মা আরণ্যকে কাজ করতেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই  আরণ্যকে যাওয়া-আসা। সেই যাওয়া-আসা থেকেই মঞ্চের প্রতি টান অনুভব । ১৯৯২ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় আরণ্যক নাট্যদলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন। নাটকটির নাম ছিল পাথর। মামুনুর রশীদের লেখা নাটকটির নির্দেশনায় ছিলেন আজিজুল হাকিম। ওই নাটকে কাজলী চরিত্রে অভিনয় করেন। এরপর অভিনয় করেন আরণ্যকের আরেকটি জনপ্রিয় নাটক ইবলিস-এ। এরপর একে একে করেছি খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন প্রভৃতি নাটকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
সম্মাননা
  • চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে আবু সাইয়ীদ পরিচালিত কীর্তনখোলা ছবিতে অভিনয়ের জন্য তমালিকা কর্মকার ২০০২ সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
  • ২০১৩ সালের ২১ জুনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কালচারাল সোসাইটি অফ নর্থ আমেরিকা অভিনেত্রী হিসেবে মঞ্চ, টিভি এবং চলচ্চিত্র মাধ্যমে অবদানের রাখার কারনে তমালিকাকে সম্মাননা দেন।


Powered by Blogger.