Header Ads

Bipasha Hayat - বিপাশা হায়াত

নব্বই এর দশকে টিভি নাটকে সু-অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন অভিনেত্রী বিপাশা হায়াত। টিভি নাটকের পাশাপাশি মঞ্চ নাটক ও চলচ্চিত্রে দারুন সফল ছিলেন এই অভিনেত্রী। বিয়ের পর অভিনয় ছেড়ে দিলেও আঁকাআঁকি, নাটকের পান্ডুলিপি লেখা এবং নাটক পরিচালনার কাজ করছেন নিয়মিত। ভবিষ্যতে শিশুশ্রম প্রতিরোধ ও অবহেলিত নারীদের পুনর্বাসনে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠিত এই অভিনেত্রী।


জন্ম ও পড়াশোনা
  • ১৯৭১ সালের ২৩ মার্চ ঢাকায় জন্ম গ্রহণ করেন বিপাশা হায়াত।
  • বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৯৮ সালে এমএফএ পাস করেন।
  পারিবারিক জীবন
  • বিপাশা হায়াত অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদের স্ত্রী ।
  • তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
  • তিনি বিখ্যাত টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা। তাঁর ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী ।
অভিনয় জীবন
  • বিপাশা হায়াত অভিনীত প্রথম নাটক ১৯৮৩ সালে বিটিভি-তে প্রচারিত হয়।
  • ১৯৮৫ সাল থেকে মঞ্চে নিয়মিত অভিনয় শুরু করেন। মঞ্চে নাগরিক নাট্য সম্প্রদায়- দলে অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি এই দলে সেট ডিজাইনার হিসেবেও কাজ করেছেন।
  • মুক্তিযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ ও ‘জয়যাত্রা’ সিনেমায় অভিনয় করেছেন।
  • বিপাশা হায়াত মঞ্চে বের্টল্ট ব্রেখট, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ শামসুল হক, মামুনুর রশীদের লেখা নাটকে অভিনয় করেছেন।
  • চল্লিশটির মতো টেলিভিশন নাটক লিখেছেন বিপাশা হায়াত।
পুরুস্কার
  • ১৯৯৪ সালে বিপাশা হায়াত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেন। এতে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরুস্কার লাভ করেন।
  • এছাড়া বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, যায়যায়দিন পুরস্কার, অন্যদিন ইমপ্রেস টেলিফিল্ম পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, কালচারাল রিপোটার্স পুরস্কার, ঢালিউড পুরস্কার অর্জন করেন।
বিশেষ কর্মকান্ড
  • ২০০৯ সালে মে মাসে এসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীতে তিনি নিজের আঁকা ছবি দান করেন ।
  চিত্র প্রদর্শণী
  • গ্যালারি টোন-এ ১৯৯৬ সালে মিনিয়েচার পেইন্টিং এক্সিবিশন করেন।
  • ১৯৯৮ সালে হোটেল সোনারগাঁয়ের ডিভাইন আর্ট গ্যালারিতে গ্রুপ এক্সিবিশন করেন।
  • ২০০১ সালে ৯ জন তরুণ শিল্পীর সাথে জয়নুল গ্যালারিতে চিত্র প্রদর্শনী করেন বিপাশা।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইতালীয়ান রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে তিনি অংশ নেন।
  • বেঙ্গল ফউন্ডেশন ও অরণীর আয়োজনে ২০১০ ও ২০১১ সালে দুটি আর্ট ক্যাম্পে তিনি অংশ নেন।
Powered by Blogger.