Header Ads

Raisul islam asad - রাইসুল ইসলাম আসাদ

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তিনি বেতার, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর অভিনয় ও অভিনীত চলচ্চিত্র ব্যাপক প্রশংসিত হয়েছে। রাইসুল ইসলাম আসাদ একাধিকবার জাতীয় পদক জিতেছেন।
অভিনয় জীবন
  • ১৯৭২ সালে রাইসুল ইসলাম আসাদ প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন।
  • তাঁর প্রথম চলচ্চিত্র আবার তোরা মানুষ হ ১৯৭৩ সালে মুক্তি পায়।
  • আজাদ আবুল কালামের রচনায় ২০১০ সালে রাইসুল ইসলাম আসাদ ধারাবাহিক নাটক আলো ছায়া পরিচালনা করেন
  • তানভীর মোকাম্মেলের লালন ছবিতে তিনি লালনের চরিত্রে এবং গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে লালনের গুরু সিরাজ সাঁই চরিত্রে অভিনয় করেছেন।
  • মানিক বন্দ্যোপাধায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষের চলচ্চিত্র পদ্মা নদীর মাঝিতে তিনি মূল কুবের চরিত্রে অভিনয় করেন।
  • ১৯৭১ সালে রাইসুল ইসলাম আসাদ ঢাকাতে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
  • আবার তোরা মানুষ হ
  • পদ্মা নদীর মাঝি
  • লাল দরজা
  • লালন
  • পতঙ্গ (হিন্দি)
  • হঠাৎ বৃষ্টি
  • ঘুড্ডি
  • একই বৃত্তে
  • উত্তরা
  • আমার বন্ধু রাশেদ
  • দুখাই
  • লালসালু
  • মনের মানুষ
  • আমার বন্ধু রাশেদ
উল্লেখযোগ্য নাটক
  • হৃদয়ের ছবি
  • ১৯৭১ (টেলিফিল্ম)
  • পৌষ ফাগুনের পালা
  • চিঠি আসে না
Powered by Blogger.